পিস ফেসিলিটেটর গ্রুপ(পিএফজি)এর আয়োজনে সহিংসতা নিরসন, রাজনৈতিক সহবস্থান ও সামাজিক সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে আজ ১১ নভেম্বর বিকেল ৩ ঘটিকায় গোপালপুর ফারিয়া অফিস কার্যালয়ে পিএফজি-এর ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে মাহবুব রেজা সরকার আতিকের সঞ্চালনায় পিএফজির সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্ম পরিকল্পনা ও পিএফজির পূনর্গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাংলাদেশের ৮৮টি উপজেলায় বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসিত হয়ে আসছে। পিস ইভেন্ট, উঠান বৈঠক, স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের কার্যক্রমে সকল শ্রেণি পেশার মানুষের সম্পৃক্ততায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে।
বর্তমান প্রেক্ষাপটে এই সংগঠনের মাধ্যমে সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়। আজকের এই ফলোআপ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর,এরিয়া সমন্বয়কারী আতিক সুমন, সমরেন্দ্র নাথ সরকার বিমল,আজমল হোসেন খান , শাহজাহান ভিপি, বিপ্লব তালুকদার,ওয়াসেফ বিল্লাহ সিয়াম,মাহবুব রেজাসরকার আতিক,শামীমা ইয়াসমিন ঝর্না, আনজু আনোয়ারা ময়না,বিশ্বজিৎ চক্রবর্তী, শাহানুর আহম্মেদ সোহাগ, কে.এম শামীম,খন্দকার শরীফ, রাশেদুল হক, আ: রাজ্জাক, মো: হাবিব মন্ডল, বোরহান উদ্দিন,মোবাস্বিরা মৌ,হাবিবুর রহমান ,রমজান শেখ, সঞ্চিতা, শাহরিন জামান প্রমূখ।