ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

50
মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
নভেম্বর ১২, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের দেওয়ানগঞ্জে নবাগত জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমেরর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর শাহারিয়া,সহকারী কমিশনার ( ভুমি) শামছুজ্জামান আসিফ, মডেল থানা অফিসার ইনর্চাজ নাজমুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ (সাদা) বাবু শ্যামল চন্দ্র,পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান( সাজু) উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহাবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিখ খান রাসেল সাংবাদিক তারেক মাহমুদ, সাংবাদিক শামসুল হুদা রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়ন, অবৈধ দখলদার উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বিভিন্ন প্রকল্পের কাজের গতি বৃদ্ধির পরামর্শ দেন।

তিনি দায়িত্বভার গ্রহণের পর থেকে অধ্যবধি তার বিভিন্ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। এর আগে সকালে দেওয়ানগঞ্জ পৌঁছে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন, এরপর বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ, দেওয়ানগঞ্জ পৌরসভা, উন্নয়নমূলক প্রকল্প, আশ্রয়ন-২প্রকল্পে “ক “শ্রেণীর ঘরের কাজ পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।