দিনাজপুর আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতাসহ পাঁচজন ও মোটরসাইকেল চোর একজন এবং ডলার চক্রের প্রতারক একজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে খানসামা থানা পুলিশ। এ সময় চোর চক্রের কাছ থেকে ট্রান্সমিটারের খালি বক্স জব্দ করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান খানসামা থানা অফিসার ইনচার্জ মো. নাজমূল হক। গ্রেপ্তাররা হলেন- বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের দিনাজপুরের খানসামার রামনগর এলাকার জেলে পাড়ার আনন্দ দাসের ছেলে ভবানী দাস (৩৫), প্রভাস দাসের ছেলে চঞ্চল দাস ওরফে কেতু (৩৩), রামপ্রসাদ চন্দ্র দাসের ছেলে ভরত চন্দ্র দাস (২৮), সুকুমার দাসের ছেলে সুবাষ দাস (৩১) ও মানিক দাস (২৯)।
মোটরসাইকেল চোর হলেন নীলফামারীর সদরের উত্তর মশিরত কুখাপাড়া এলাকার মাস্টার পাড়ার জিয়াউর রহমানের ছেলে রাজু ইসলাম (২২) ও ডলার চক্রের প্রতারক দিনাজপুরের খানসামার পানুয়াপাড়া এলাকার আদর্শ গ্রামের অবিনাশ চন্দ্র রায়ের ছেলে তপন চন্দ্র রায় (২৮)। খানসামা থানা অফিসার ইনচার্জ মো. নাজমূল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
মোটরসাইকেল চোর ব্যাতিত প্রত্যেককের নামে মামলা রুজু করা হয়। সর্বমোট সাত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। চুরি, জুয়া, মাদকসহ সকল অপকর্ম ঠেকাতে থানা পুলিশ তৎপর রয়েছে। ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় ট্রান্সফরমার চোর চক্রের ৫ জনসহ ৭ জন গ্রেপ্তার।