আশা শিক্ষা কমর্সূচি’র পটুয়াখালী জেলা ও বরগুনা জেলার অধীনে সকল শিক্ষা সুপারভাইজারদের নিয়ে শিক্ষা সুপারভাইজার বার্ষিক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।দুই জেলার কর্মশালায় ২৪ জন শিক্ষা সুপারভাইজারের সমন্বয়ে আশা পটুয়াখালী জেলা ও বরগুনা জেলার অধীনে ২৪ টি ব্রাঞ্চ ও ৩৬০ টি শিক্ষাকেন্দ্রের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বার্ষিক কর্মশালা প্রশিক্ষণ আলোচনা করা হয়।বুধবার (১৩ নবেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পটুয়াখালী সদরে অবস্থিত কোডেক প্রশিক্ষন কেন্দ্র এ কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত কর্মশালা প্রশিক্ষণে লিটন চন্দ্র বিশ্বাস (সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার,আশা পটুয়াখালী সদর) এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশা শিক্ষা কর্মসূচির এডুকেশন ম্যানেজার জনাব সামিউল হক, কেন্দ্রীয় কার্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা শিক্ষা কর্মসূচি সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম,খুলনা ডিভিশন। টেকনিক্যাল অফিসার জনাব প্রান্ত চন্দ্র দাস (শিক্ষা) আশা কেন্দ্রীয় কার্যালয়।শিক্ষা অফিসার মোঃ মহিবুল ইসলাম,আশা পটুয়াখালী সদর।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর অঞ্চলের আরএম মোঃ আব্দুল মান্নান।
সভায় জনাব সামিউল হক, এডুকেশন ম্যানেজার বলেন, আমাদের শিক্ষা কর্মসূচির মাধ্যমে পুরো দেশের সুবিধাবঞ্চিত, ঝরেপড়া, নিম্নমধ্যম শ্রেনির শিক্ষার অধিকার নিশ্চিত করব এবং শিক্ষার মাধ্যমে এই অঞ্চলের শিশুদের অগ্রগতিকে বেগবান করব সেটি বাস্তবায়নে সবাইকে (২৪ শিক্ষা সুপারভাইজার ও ৩৬০ শিক্ষা সেবিকাকে) আন্তরিকতার সাথে কাজ করতে হবে এবং চিহ্নিত ঘাটতি সমূহ দূর করে শিক্ষা কর্মসূচিকে এগিয়ে নিতে সকলকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বের সাথে কাজ করতে হবে।
সিনিয়র এডুকেশন অফিসার শহীদুল ইসলাম আশা খুলনা ডিভিশন বলেন, আশা শিক্ষা কর্মসূচির মধ্যেমে আমরা বাংলাদেশে একটি যুগান্তকারী ভূমিকা রাখবো আর সেটি বাস্তবায়নে সকল শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকা এবং শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।