ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সানন্দবাড়ী কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

50
মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
নভেম্বর ১৪, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে জামালপুরের সানন্দবাড়ী কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বডি সভাপতি মো. নুরুল ইসলাম।

সানন্দবাড়ী কলেজের ইংরেজিতে বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় ও সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সানন্দবাড়ী কলেজের বিদ্যুৎসাহি সদস্য শফিকুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামির চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ, সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক অবঃ কবি আজিজুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফরিদুল ইসলাম বিএসসি, বাংলাদেশ জামায়াত ইসলামির চরআমখাওয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি রেজাউল করিম, চরআমখাওয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল আলম তারেক, বাংলাদেশ তাঁতি দলের সভাপতি ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, সাবেক সার্জেন্ট মোজাম্মেল হক, অভিভাবক সদস্য আব্দুল মতিন,আব্দুল মান্নান ভিপি, গোলাম মোস্তফা, নাহার খন্দকারসহ অনেকে।

কলেজ অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, আপনারা এ প্লাস এর জন্য পাগল হবেন না, আপনার সন্তানকে নৈতিক, মানবিক ও সু-শিক্ষায় শিক্ষিত করুন। সানন্দবাড়ী কলেজ সারা বাংলাদেশে শ্রেষ্ঠ কলেজ হিসেবে তৈরী করতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি ও পড়া-লেখায় মনোযোগী হতে হবে। এতে অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।