সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মফিক মিয়া (৪৫) নামের এক কৃষক। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নিজ বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার নিথর দেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের ধারণা, বুধবার (১৩ নভেম্বর) শেষ রাতের কোনো এক সময়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি মফিক মিয়া।
তাঁর বড়ভাই শফিক মিয়া জানান, তার ভাই মফিক পেশায় কৃষক ছিলেন। তিনি ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি সেরে উঠলে গত ৬-৭ মাস আগে তাকে বিয়েও করানো হয়। এরপর থেকে সুস্থ ও স্বাভাবিক ছিলেন তিনি। ঘটনার দিন রাতে সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমুতে যান তিনি। তার চালচলন সবই ছিল স্বাভাবিক। রাত ৪টার দিকে ঘুম থেকে উঠে বের হন বাহিরে। দীর্ঘ সময় ঘরে না ফেরায় তার স্ত্রী পরিবারের সবাইকে জাগিয়ে তোলেন। খোঁজাখুুঁজির এক পর্যায়ে বসতঘরের ধান রাখার পাত্রের উপর তাকে ঝুলন্ত দেখতে পান তারা।
এ বিষয়ে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিচ্ছি।’