ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ করেন- উপদেষ্টা শারমিন মুর্শিদ

50
রবিন চৌধুরী রাসেল, রংপুর
নভেম্বর ১৬, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

২৪ গণঅভ্যুত্থানে রংপুর বিভাগের যারা শহীদ হয়েছেন, তাদেরকে পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৪৪ জন শহীদকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি শহীদ পরিবারের নিকট এ সহায়তা প্রদান করা হবে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেনে তিনি।

উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চল ভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়। আমাদের সংকীর্ণ করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চাই। প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে।

তিনি আরোও বলেন, এটা কোনো বৈষম্য নয়। বিগত সময়ে ফরিদপুর থেকে কী পরিমাণ লোক এসেছে। ভরে গিয়েছিল না। আমরা সেই আঞ্চলিকতায় বিশ্বাস করি না। এই এলাকায় যতখানি, মেধা, শ্রম ও অর্থ দেব, তা অন্য এলাকাতেও দেব।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মোহাম্মদ শরীফ উদ্দিন, শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগমসহ অন্যান্য অফিসে কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের লোকজন , ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।