ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর সন্ত্রাসী হামলায় সড়ক অবরোধ

50
আবদুল মান্নান তামিম, স্টাফ রির্পোটার
নভেম্বর ২৯, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিনে উপজেলা বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল গফুরের উপর দুর্বৃত্তদের অতর্কিত সন্ত্রাসী হামলায় রাস্তায় টায়ার জালিয়ে হরতাল প্রতিবাদ ও রাস্তা অবরোধ করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে থেকে হামলার ঘটনার পরপরই স্থানীয় জনগণ তীব্র প্রতিবাদ জানিয়ে মুচিবাড়ি কোনায় একত্রিত হন। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় টায়ার জালিয়ে উপজেলার তজুমদ্দিন টু কুঞ্জেরহাট মহাসড়সহ বিভিন্ন সড়ক অবরোধ করে কর্মসূচি ঘোষণা করে। পরে বেলা ১১ টায় ভোলা -৩ আসেনর সাবেক সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুরকে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন।

এবং তিনি জনস্বার্থে হরতাল ও অবরোধ কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী,তজুমদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাজাহান মিয়া সাংবাদিক ব্রিফিংয়ের মাধ্যমে হরতাল ও অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পশ্চিম পাশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুরের উপর দুর্বৃত্তরা অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়, এতে আবদুল গফুর গুরুতর আহত হলে দলীয় নেতাকর্মীরা তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে উন্নত চিকিৎসা না থাকায় ডাক্তারের পরামর্শে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই হামলা অত্যন্ত আকস্মিক এবং নৃশংসভাবে সংঘটিত হয়, যা স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীরা জানান, এই হামলা শুধু আবদুল গফুরের উপরে’ই নয় গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের উপর আঘাত এনেছে। আমরা এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।

এটি শুধু একজন নেতার উপর নয়, পুরো রাজনৈতিক সংস্কৃতির উপর আঘাত। আমরা সবাই একসঙ্গে এর প্রতিবাদ করব। স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রিয়াজ জানান, এই ধরনের হামলা আমাদের দমন করতে পারবে না। আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি এবং তজুমদ্দিন উপজেলায় হরতালের ডাক দিয়েছি।

জানতে চাইলে, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, স্বেচ্ছাসেবক দলের নেতার উপর দুর্বৃত্তদের হামলার কথা শুনেছি, তবে লিখিত কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।