ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

50
admin
নভেম্বর ৮, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুল্লাহ, ফরিদপুর প্রতিনিধি

দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ। ১৯১৮সালে ফরিদপুরের বরেণ্য ব্যক্তিত্ব, ভারত কংগ্রেসের সভাপতি, কংগ্রেস নেতা খ্যাতনামা আইনজীবী ও সমাজসেবক অম্বিকাচরণ মজুমদার কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসেন। বস্তুত, তাঁরই সক্রিয় উদ্যোগে, অক্লান্ত প্রচেষ্টা ও সাহসী নেতৃত্বে রাজেন্দ্র কলেজের যাত্রা শুরু হয়। কলেজটি ফরিদপুর শহর এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে রাজেন্দ্র কলেজের মূল ক্যাম্পাস অবস্থিত। প্রায় ৫৪একর জায়গা নিয়ে গড়ে উঠেছে সরকারি রাজেন্দ্র কলেজের মূল ক্যাম্পাস। রাজেন্দ্র কলেজের ২টি ক্যাম্পাস রয়েছে।এক, শহর ক্যাম্পাস যা ডিগ্ৰি শাখা নামে পরিচিত। দ্বিতীয়, অনার্স শাখা।মোট এই দুই-মিলেই সরকারি রাজেন্দ্র কলেজ। কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারাবাহিকতায় আজ ৮নভেম্বর,২০২৩(বুধবার) অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর অসীম কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হালিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চন্দ্র মোহন হালদার। এসময় অনার্স শাখার বিভিন্ন সিনিয়র ছাত্র ছাত্রী নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

প্রথমে কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর কলেজের সিনিয়র ছাত্র-ছাত্রীরা নতুনদের বরণ করে নেয়। এরসময় নবাগত শিক্ষার্থীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক উপদেশ দেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যয়নরত ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগ ,ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। পরবর্তীতে আরো পুরাতন ছাত্র-ছাত্রীরা সমসাময়িক বিভিন্ন শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল হালিম বলেন, “জননেত্রী শেখ হাসিনা ২০৪১সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে চান। তারই ধারাবাহিকতায় প্রত্যেক ছাত্র-ছাত্রীকে জনশক্তিতে রূপান্তর করতে হবে”।

কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা বলেন, “নবাগত ছাত্র-ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি, আশীর্বাদ করছি যেন তোমরা সফলকাম হও।আমি গর্বিত আমি তোমাদের মতো আমিও এই কলেজে ছাত্র ছিলাম। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত শাস্ত্রে পড়ালেখা করে ১৪তম বিসিএসের মাধ্যমে আমি কলেজ শিক্ষকতায় পদার্পণ করি। আমার শিক্ষকতার ৩০ বছরের মধ্যে ২৭বছরের বেশি সময় এই কলেজে শিক্ষকতা করি।আমি এখানে ১৯৯৫সালে ১৬ই জানুয়ারি জয়েন করেছিলাম। বর্তমান আমি রাজেন্দ্র কলেজে অধ্যক্ষ হিসেবে আছি। আমাদের কলেজে প্রায় ১৭০জন শিক্ষক, তোমাদেরকে সব শিক্ষকদের সাথে পরিচিয় করিয়ে দিতে পারলে মনে তৃপ্তি পেতাম। হে নবীন শিক্ষার্থীবৃন্দ! তোমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যেতে হবে।মনে রাখতে হবে একজন আলোকিত মানুষ পারে পরিবার,সমাজ রাষ্ট্র ও পৃথিবীকে বদলে দিতে।

আরো পড়ুন, ফরিদপুরের ভাঙ্গা সড়কে ককটেল বিস্ফোরণ

ফরিদপুর রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

নবীনবরন অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রম সুসম্পন্ন করতে কলেজের রোভার স্কাউট দায়িত্ব দেওয়া হয়। এসময় কলেজের স্কাউট লিডার মোঃ সালাউদ্দিন উদ্দিন বলেন, “আজকের এই কলেজের নবীনবরণ অনুষ্ঠানে রোভার স্কাউট সর্বাত্মক সহযোগিতা করছে। কলেজের বিভিন্ন আনুষ্ঠানিক কিংবা সেবামূলক কাজ যেকোনো সময় রোভার স্কাউট উপস্থিত থাকে। রোভার স্কাউট একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন দুর্যোগ, বন্যা, কোভিড-১৮, হজ্জ ক্যাম্পে সরকারি রাজেন্দ্র কলেজের রোভার স্কাউট তাদের দায়িত্ব সুন্দর ও সুষ্ঠভাবে দায়িত্ব পালন করছে।”

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।