ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরের চর ভানুডাঙ্গায় ন্যায্যমূল্যে সেচ ও ম্যানেজার কালামের অপসারণ দাবিতে কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

50
admin
অক্টোবর ১৫, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আজিজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গায় ন্যায্য মূল্যে জমিতে সেচ ও ম্যানেজার কালামের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন ভুক্তভোগী কৃষকরা।
রবিবার ১৫’অক্টোবর) সকালে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা এলাকার কৃষকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী কৃষকেরা বলেন, বিএডিসি’র (ক্ষুদ্রসেচ) প্রকল্পের এলএলপি সেচ ম্যানেজার চর-ভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা মৃত আলতাফ সরকারের পুত্র আবুল কালাম বিএডিসি’র নির্ধারিত সেচ খরচ ৬০-৬৫ টাকার পরিবর্তে আমাদের জমিতে পানি সেচ সরবরাহ বন্ধের ভয় দেখিয়ে জিম্মি করে ডিসিমাল প্রতি ১০০ টাকা করে নিচ্ছে।
নির্ধারিত সেচ খরচের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে, ম্যানেজার আবুল কালাম জমিতে পানি সেচ সুবিধা নিতে ডিসিমাল ১০০ টাকা হারে দিতে হবে, মর্মে সাফ জানিয়ে দিয়ে সেচ প্রকল্পের আওতাধীন অধিকাংশ কৃষকের জমিতে পানি সেচ সরবরাহ বন্ধ করে দেয়। এ সেচ প্রকল্পের আওতাধীন প্রায় ৮০’বিঘা জমিতে ব্যয়বহুল হওয়া সত্ত্বেও আমরা নিজেস্ব ভাবে ডিজেল চালিত স্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচ সরবরাহ করে আসছি।
আর এ প্রকল্পের আওতাধীন যে সকল কৃষকদের নিজেস্ব স্যালো মেশিন নেই, সেই সকল কৃষকরা বাধ্য হয়ে ডিসিমাল প্রতি ১০০ টাকা দিয়ে জমিতে পানি সেচ নিলেও সে সকল কৃষকদের জমিতেও পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিচ্ছে না ম্যানেজার আবুল কালাম। এমতবস্থায় আমরা সাধারণ কৃষকরা চাষাবাদ নিয়ে চরম বিপাকে পড়েছি। এ সময় বিক্ষুব্ধ কৃষকরা ন্যায্য মূল্যে সেচ সরবরাহ নিশ্চিত করতে সেচ ম্যানেজার আবুল কালামের অপসারণ দাবি করে নতুন সেচ ম্যানেজার নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় এলাকার অর্ধশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী কৃষকরা। এ বিষয়ে কথা বলতে ম্যানেজার আবুল কালামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার জানান, এবিষয়ে আমি জেনেছি, তদন্ত সাপেক্ষে ঐ ম্যানেজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।