ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান ক্ষেত থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার যুবকের

50
admin
অক্টোবর ১৫, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া পাড়া গ্রামের বাড়াইটারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ধান ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পায় নিখোঁজ হওয়া ব্যাক্তির পরিবার। নিহতের পরিবার সূত্রে জানাযায় সদর ইউনিয়নের আঙ্গারীয়া পাড়া গ্রামের মৃত আজিজুল হকের পুত্র মো: শাহিন আলম (৩৮) তার ব্যবহার কৃত একটি বড় ফোন হারিয়ে ফেলে তার ফোন নাম্বার ছিলো ০১৭৩৪০০৮৫২০।

পরে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে পরে জানতে পারে একি ইউনিয়নের বাসিন্দা পেশায় একজন ঠেলাগাড়ি চালক মো: শফিয়ার (শফি) ফোনটি পেয়েছে।পরে শাহিন আলম তার বাড়ি থেকে তার মায়ের ছোটো বাটুন ফোন নিয়ে ১৩ অক্টোবর আনুমানিক বিকেল ৫ টার দিকে তার হারানো ফোনটি নিতে যায় শফিয়ারের বাড়িতে।সেখানে যাওয়ার পর থেকে শাহিনের কাছে থাকা মায়ের বাটুন ফোনে যে নাম্বার ছিলো ০১৭২৮১২৬৫৪৬ সেই ফোন বন্ধ পায় শাহিনের পরিবার।

পরে শাহিনকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শাহিনের মা মোছা: ছাহেরা বেগম ১৪ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় হাজির হয়ে ছেলেকে না পাওয়ার বিষয়টির উপরে সাধারণ ডায়েরী করে।সাধারন ডায়রী ট্র্যাকিং নং VEIXS9,ও জিডি নং ৭৪০। এদিকে শাহিন নিখোঁজ হওয়ার সময় যে ফোন নাম্বারটি নিখোঁজ হয় সেই নাম্বারটির সিম ঘটনা স্থলের পাশে এক দোকানি মোছা শিল্পী বেগম ১৩ অক্টোবর সিমটি রাস্তার নিচে পরে থাকতে দেখে উপস্থিত কয়েকজনকে দেখিয়ে সিমটি তার কাছে রেখে দেয়।পরে ঘটনার দিন ১৫ অক্টোবর রবিবার আনুমানিক সকাল ৮ টার দিকে ঘটনাস্থলের পাশে শাহিনের বাড়ির লোকজন ধান ক্ষেত ও আসে পাশে বাড়িতে খুঁজতে থাকে ও শাহিন নিখোঁজ হওয়ার বিষয়টি বলে।

সে সময় ধান ক্ষেতে প্লাস্টিকের বস্তায় শাহিনের মাথাসহ ভিতরে শরিরের অধ্যেক ও দুই পা বস্তার বাহিরে দেখতে পেয়ে চিল্লাচিল্লি করলে স্থানীয়সহ অনেকেই ঘটনা স্থলে গিয়ে দেখতে পায় শাহিনের বস্তাবন্দি লাশ।আরও দেখতে পায় মাথার এক পাশে কুপিয়ে মাংস নামিয়ে নিছে এবং মাথার পিছনে নিচের দিকেও কুপিয়ে নামিয়ে মাংশ।শরিরের বিভিন্ন অংশেও কোপানের দাগ দেখতে পায়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।এদিকে নিশংস ভাবে খুন হওয়ার বিষয়টি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে হাজার হাজার লোক লাশটিকে দেখতে ভিড় জমায়। পরে সফিয়ার (শফি) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

স্থানীয়রা আরও বলেন এই শফি একজন মাদক কারবারি এবং চোর।সে বিভিন্ন সময় মোবাইল, গরুসহ আরও অনেক কিছু চুরি করেছে। ভূরুঙ্গামারী সার্কেল এ এসপি মো: মোরশেদুল আলম বলেন মৃতদেহ কুড়িগ্রাম পাটানো হয়েছে। শফির বাড়ি থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছি এবং শফি পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শফিয়ারের (শফি) মাকে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।