ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান নামে এক ডূটভুটি চালকের মৃত্যু

50
admin
অক্টোবর ১৪, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নওগা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ভটভটি একটি পুকুরে উল্টে যেয়ে প্রাণ গেল এক জনের।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিবগঞ্জ বাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে।নিহত হলেন, উপজেলার সফাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে ভটভটির আরোহী জিল্লুর রহমান (৫৫) ও ভুটভুটির চালক একি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুলতান (২৮) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি, সেখানে থাকা তার প্রতিবেশী সাদ্দাম হোসেন আমাকে মুঠোফোনে জানান তার অবস্থা আশজনক,স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর থেকে ভটভটি নিয়ে তারা বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে শিবগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম ট্রাককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ভটভটিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

এতে ভটভটিতে থাকা জিল্লুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় সুলতানকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেকর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা পরপরি পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।