ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ২ দিন ব্যাপি বৃত্তি পরীক্ষা শুরু

50
admin
ডিসেম্বর ১৭, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুরের কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা রবিবার (১৭ ডিসেম্বর) ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে। পরীক্ষা দিনে সকাল সাড়ে ৯টা থেকে ১২ টা এবং দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষায় ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ এই তিন উপজেলার ১৬টি কিন্ডার গার্টেন স্কুলের ৪৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২০০৮ সাল থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। পরীক্ষা পরিচালনা কমিটির সচিব গণেশ সাহা ও সহকারী সচিব রফিকুল ইসলাম হেলাল ও আইয়ুব আলী বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের শতকরা ১০ ভাগ হিসেবে ৩ গ্রেডে ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড ও স্পেশাল গ্রেডে এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে। পরীক্ষা সোমবার (১৮ ডিসেম্বর) শেষ হবে।

আরও পড়ুন:ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান

পরীক্ষা চলাকালে ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিবেশ ও ক্ষুদে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ ও উৎসাহ দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।