ডেস্ক রিপোর্ট
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে হাইকোর্টে নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ছয়জন।
রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
প্রার্থিতা ফিরেছেন যারা মুন্সীগঞ্জ-২ আসনে সোহানা তাহমিনা, টাঙ্গাইল-৬ আসনে সৈয়দ মাহমুদুল ইলাহ, মানিকগঞ্জ-২ আসনে মো. জসীম উদ্দিন, লক্ষ্মীপুর-২ আসনে সেলিনা ইসলাম, রাজশাহী-১ আসনে মো. গোলাম রব্বানী এবং বগুড়া-৩ আসনে মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ। এরমধ্যে মানিকগঞ্জ-২ আসনের জসীম উদ্দিন তৃণমূল বিএনপির প্রার্থী। বাকি পাঁচজনই স্বতন্ত্র প্রার্থী।
এর আগে, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে প্রার্থিতা বাতিলের পর ইসিতে আপিল করেন এই ছয়জন। কিন্তু ইসিতেও প্রার্থিতা ফিরে না পাওয়ায় হাইকোর্টে রিট করেছিলেন তারা। আদালত রিটের শুনানি শেষে ইসির দেওয়া আদেশ স্থগিত করে তাদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি রুল জারি করেছেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।