ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে  অজ্ঞাত ট্রাকের পেছনে  ধাক্কায়  মোটরসাইকেল আরোহী নিহত

50
admin
ডিসেম্বর ১৮, ২০২৩ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল  অজ্ঞাত একটি  ট্রাকের পেছনে  ধাক্কা দিলে  রাস্তার উপর ছিটকে পড়ে নঈম মিয়া (২৮)নামে  এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে  একজন নিহত এবং তার সাথে থাকা অপর আরোহী  গুরুতর আহত হয়েছেন । আহত ব্যক্তিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে  সোমবার (১৭ ডিসেম্বর) রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী নামক স্থানে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, শনিবার রাত আটটার দিকে ফরিদপুরের  ভাংগা থেকে গোপালগঞ্জের মুকসুদপুরের  বরইতলা গামী  দ্রুত গতি সম্পন্ন একটি  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে   মোটরসাইকেল চালক নঈম মিয়া এবং অপর আরোহী   রাস্তার উপর ছিটকে পড়ে।এতে মাথায় আঘাত পেয়ে   মোটরসাইকেল চালক নঈম মিয়া  নিহত এবং সৈকত মিয়া নামে অপর  একজন  আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত নঈম মিয়া  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হরিনাহাটি গ্রামের আজগর মিয়ার  ছেলে। দুর্ঘটনায়  মোটরসাইকেলটি দুমড়ে মুচরে  গেছে।

এ ব্যাপারে ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম বলেন,ভাঙ্গা উপজেলার চুমুরদী নামক স্থানে দ্রুত গতি সম্পন্ন একটি মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে  অজ্ঞাত একটি  ট্রাকের পিছনে ধাক্কা দিলে   মোটরসাইকেল চালক নিহত এবং অপরজন আহত হয়েছে। নিহত নঈমের  লাশ স্বজনদের  কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।