মোঃ বুলবুল ইসলাম,খানসামা দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমা বেগম (২৫) নামে দুই সন্তানের এক জননী নিহত হয়েছেন।
এতে মোটরসাইকেল আরোহী ২ বছর বয়সী একটি শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার পরেই খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে খানসামা উপজেলার টংগুয়া দলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে রংপুরের গংগাচড়া উপজেলার মর্ণিয়া থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাটে শ্বশুরবাড়ির উদ্দেশ্য মনিরুল ইসলাম স্ত্রী, সন্তানসহ চারজন যাওয়ার পথে খানসামা উপজেলার টংগুয়া দলবাড়ী নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের ৪ আরোহীর দুইজন ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং ড্রাম ট্রাকের চাকায় গৃহবধূর মাথার উপর দিয়ে যায়। ড্রামট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গৃহবধূ মারা যান। পরে ড্রামট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত শিশুটিকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোছা. নাজমা বেগম (২৫) রংপুরের গংগাচড়া মর্নেয়া ইউনিয়নের মো. মনিরুল ইসলামের স্ত্রী ও দিনাজপুর জেলার বীরগঞ্জের লাটেরহাট নওশের আলির মেয়ে। আহত শান্ত (২) একই এলাকার মো. মনিরুল ইসলামেছেলে।
খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেছেন ও একজন শিশু গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়েছে এ ব্যাপারে আমরা মোটরযান আইনে মামলা নেব এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।