ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-
১৯(ডিসেম্বর)মঙ্গলবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ মারফতে জানাগেছে,গত ১২(ডিসেম্বর) মঙ্গলবার রাতে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের পৃথক দুটি গ্যারেজ থেকে দুটি ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) চুরি হয়। পরদিন চুরির ঘটনা উল্লেখ করে মালিকপক্ষ জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার সূত্রধরে ১৮(ডিসেম্বর)সোমবার জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশদল রানীগঞ্জ সেতু টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে সাইদ ও ময়না মিয়াকে প্রথমে সনাক্ত করে আটক করা হয়।পরে তাদের দেয়া তথ্য মোতাবেক রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চোরাইকৃত একটি ইজিবাইক(মিশুক) উদ্ধার ও ঘটনার সাথে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (হাড়িকোনা)গ্রামের সৈয়দ হাফিজ আহমদের পুত্র সাইদ আহমদ(১৮),একই গ্রামের বজলুর রহমানের পুত্র ময়না মিয়া(২৮),হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মৃতঃআব্দুল মনাফের পুত্র শিবলু মিয়া(৩৮),একই উপজেলার ভানুবেদ গ্রামের মৃতঃরহমত উল্লার পুত্র কাজল মিয়া(৩৫)ও সরফরাজপুর গ্রামের ইমানী মিয়ার পুত্র জিলু মিয়া(৩৬)।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান,একটি মিশুক উদ্ধার এবং চুরির ঘটনার সাথে জড়িত ৫ চোরকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।অন্য চুরি হওয়া মিশুকটি উদ্ধার ও এরসাথে জড়িতদের গ্রেফতারে আমারদের অভিযান অব্যাহত রয়েছে।