নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণা-কেন্দুয়া ৩ আসনে নির্বাচনি সহিংসতার ঘটনায় নৌকার পক্ষের এক কর্মীকে গ্রেপ্তার করার খবর জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ৪৫ বছর বয়সী খোকন মিয়া কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের ডুপি চান্দালি গ্রামের সুলতান মিয়ার ছেলে।নিজ বাড়ি থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল হক জানিয়েছেন। খোকন মিয়া নৌকার কর্মী বলে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভুইয়া নিশ্চিত করেছেন।
মামলার বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে নেত্রকোণা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকরা মাসকা বাজারে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর (ট্রাক প্রতীক) নির্বাচনি কার্যালয়ে রামদা-রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।“এতে ১০-১২ জন আহত হন এবং কার্যালয়ে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।”
পরদিন পিন্টুর সমর্থক আপেল মাহমুদ বাদী হয়ে মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙালিকে প্রধান আসামি করে খোকন মিয়াসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৭০ জনকে আসামি করে মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।তিনি বলেন, “ওই মামলায় গ্রেপ্তার খোকন মিয়াকে আদালতে তোলার প্রস্তুতি চলছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।”
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভুইয়া বলেন, “ওই দিনের ঘটনায় নৌকার কর্মী-সমর্থকেরাও আহত হয়েছে। এ নিয়ে আমরাও থানায় মামলা করেছি।”