মোঃ খান সোহেল নেত্রকোণা প্রতিনিধি:
অল্প কিছুক্ষণের মধ্যে নেত্রকোণাসহ ৬ জেলায় নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলাগুলো হলো: নেত্রকোণা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা ও রাঙ্গামাটি।
আজ (২৩ ডিসেম্বর) শনিবার নেত্রকোণা পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। সভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দলীয় সূত্র জানায় , আজ শনিবার বিকেল ৩টায় রাজধানী তেজগাঁওস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ছয়টি জেলার জনসভায় ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। আওয়ামী লীগ কার্যালয় থেকে ভার্চুয়ালি ছয়টি জেলায় পর্যায়ক্রমে ভাষণ দিবেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তিনি- নেত্রকোণা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা এবং রাঙ্গামাটিতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন জানান, আজ শনিবার বিকেল ৩টায় নেত্রকোণা জেলা স্টেডিয়াম মাঠে ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, জনসভায় সংশ্লিষ্ট জেলার নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল করতে নেত্রকোণার আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওইদিন হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারতের পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেন তিনি। সভায় সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের নেতাকর্মীরা যোগ দেন।
প্রধানমন্ত্রী সব আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। পরদিন বৃহস্পতিবার পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি। এসময় পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলাগুলোর সাথে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।