স্টাফ রিপোর্টার
নৌকার বিপক্ষে কেউ ভোট করলে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শিল্প-বাণিজ্যবিষয়ক সম্পাদক ও দুধসর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী করার জন্য দুধসর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ হুমকি প্রদান করেন।তিনি বলেন, আপনারা সতর্ক হয়ে যান। নৌকার বিপক্ষে ভোট দিতে আসবেন না।
এদিকে আমি আছি অন্যদিকে শামীম মোল্লা আছে। আপনাদের কীসের ভয়?শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা বলেন, আপনাদের এলাকায় কেউ নৌকার বিপক্ষে ভোট চাইতে আসলে তাদের প্রতিহত করবেন। অনেক যড়যন্ত্র করেছেন, আর যড়যন্ত্র করতে আসবেন না। যত যড়যন্ত্র করবেন তত বিপদে পড়বেন আপনারা। আমি শামীম মোল্লা আপনাদের পাশে আছি। নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হাই এমপি, শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম আহমেদ ও ধলাহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানসহ প্রমুখ।
এদিকে সমাবেশে তাদের ওই বক্তব্যের পর আতঙ্কের মধ্যে আছেন ওই এলাকার সাধারণ ভোটাররা। তারা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই এলাকার এক কলেজশিক্ষক জানান, নির্বাচন কমিশন যেখানে অবাধ নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন করতে বদ্ধপরিকর।
সেখানে দায়িত্বশীল পদে থাকা নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের এসব বক্তব্যে নির্বাচন কমিশনের সার্বিক দায়িত্বে বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি।
এ বক্তব্যের ব্যাপারে জেলা আওয়ামী লীগের শিল্প-বাণিজ্যবিষয়ক সম্পাদক ও দুধসর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু জানান, বক্তব্যের মধ্যে কখন কী বলেছি আমার মনে নেই। তবে বেশি খারাপ কিছু বলিনি। তবে শামীম হোসেন মোল্লা তার বক্তব্যের বিষয়টি অস্বীকার করেছেন। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটিকে অবগত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।