ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন

50
admin
ডিসেম্বর ২৩, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ হোসেন খান :

মাদারীপুরের কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা এসকেন্দার খান(৫৮) নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর ভাটবালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের রায়পুর ভাটবালী গ্রামের নিহত এসকেন্দার খান(৫৮) এর সাথে তার ভাতিজা খলিল খা ও রিপন খা দের দীর্ঘদিন যাবৎ ১২ শতাংশ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জেরে শনিবার সকালে বাড়ির পাশে এসকেন্দার খা কে একা পেয়ে কুপিয়ে জখম করে ভাতিজারা।পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। মৃত্যু এসকেন্দার আলী খান এর ভাতিজা সোবহান খা বলেন,খলিল খান ও রিপন খানদের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের ১২ শতাংশ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জেরে আজ সকালে তারা আমার চাচাকে বাড়ির পাশে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।এসময় তারা আমার বাবা সেকেন্দার খান এর উপরও হামলা চালায়।আমরা জাতীয় নির্বাচনে নৌকার সমর্থক।তবে আমার চাচা ঈগল পাখির সমর্থক ছিল। এ বিষয়ে লক্ষিপুর ইউনিয়ন চেয়ারম্যান মৌসুমী হক বলেন,এটা কোন দলীয় মারামারি নয়।

জমিজমা নিয়ে তাদের ভিতর বিরোধ ছিল। মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এখনো কোন পক্ষ হতে অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।