ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি

50
admin
জানুয়ারি ৮, ২০২৪ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

৭ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করছে বিএনপি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির পক্ষ থেকে সোমবার (৮ জানুয়ারি) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সোমবার সকাল সাড়ে এগারোটায় বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডামি নির্বাচন, ডামি প্রার্থী, ডামি ভোটারের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছেন। তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।

সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মঈন খান বলেন, অনেক কেন্দ্রে দেখা গেছে হাতে গোনা কয়েকটি ভোট পড়েছে। ভোটার বাড়াতে বিভিন্ন কৌশল নিয়েও কোনো ভাবে ভোটার উপস্থিতি করতে পারনি। এমনকি বিধবা ভাতা প্রাপ্ত মানুষ ও স্কুল শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে নিয়ে এসে উপস্থিতি বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, গতকালকের ভোট থেকে এটাই প্রমাণিত হয় যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে এই নির্বাচন বাতিল করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সরকার সার্চ কমিটির নামে দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। এই কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

ভোট কেন্দ্রে ভোট যাই পড়ুক না কেন সেটা কোন বিষয় নয়। আগে থেকে যেটি নির্ধারণ করা সেটাই ঘোষণা করা হয়েছে বলো মন্তব্য করেন তিনি।

নির্বাচন বিষয়ে পর্যবেক্ষকদের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, সরকারের নিয়ে আসা ডামি পর্যবেক্ষক বলেছেন বাংলাদেশের উত্তর কোরিয়া দিকে ধাবিত হচ্ছে। এতেই বোঝা যায় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে।

ভাই জনগণের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান তিনি।

মঈন খান বলেন, জনগণের দাবি আদায়ের রাজপথে ছিলাম, আছি, থাকবো। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।