স্টাফ রিপোর্টার :
তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস এবং ৭ দিন কুয়াশার চাদরে ঢেকে জাওয়ার প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। কানাডার সাসকাটুনে অবস্থিত সাস্ কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক আরো জানিয়েছেন, শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৮ ও ১৯ জানুয়ারি বাংলাদেশের উপর দিয়ে ৫০-১০০ মিলিমিটার বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি পরিমান বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আলু চাষীদের উদ্দেশ্যে বলেছেন, ১৫ জানুয়ারির পর কৃত্রিম সেচ না দিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করুন। এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যাবস্থা রাখুন। তরমুজ চাষীগনও পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন। বৃষ্টিতে ইট ভাটার ইট গলে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে দ্রুত ব্যাবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছেন তিনি।তিনি বৃষ্টির পর এক সপ্তাহ কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।