মো: আল আমিন (স্টাফ রিপোর্টার)
পৌষের হাড় কাঁপানো হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দেশের বিভিন্ন স্থানের মতো খাগড়াছড়িতেও জেঁকে বসা পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত খাগড়াছড়ির জনজীবন। হিমেল বাতাসের সাথে চলছে কুয়াশার দাপট। রাতে ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল করতে হচ্ছে কস্ট । প্রয়োজন ছাড়া ঘড়ের বাইরে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া লোকজন।
গত ০২(তিন) দিন থেকে খাগড়াছড়ি জেলায় কোথাও সূর্যের আলো দেখা যায়নি। সন্ধ্যা হলে কুয়াশার সঙ্গে শিশির পড়তে দেখা যায়। ভোর থেকে কুয়াশায় ঢেকে যায় খাগড়াছড়ি জেলা আনাচে কানাচে, বৃষ্টির মত শিশির পড়ে।
জীবন জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষগুলো ঘড় থেকে বের হলেও অতিরিক্ত ঠান্ডার কারণে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।