ঢাকাশনিবার , ২০ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে

50
admin
জানুয়ারি ২০, ২০২৪ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণে বিশ্বের ১০৯ শহরের মধ্যে শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা।

শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা গেছে, ২৮০ স্কোর তালিকার শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। এরপর ২৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। আর ২৩৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরও দুই শহর মুম্বাই ও দিল্লি। শহর দুটির স্কোর ২৩২ ও ২২৪।

স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।