ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সিরাজগঞ্জ

50
admin
জানুয়ারি ২৩, ২০২৪ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

সারা দেশজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ ফলে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ কাঁপছে শীতে। তিব্র শৈত্যপ্রবাহ ও কনকনে শীতের কারনে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামায়, ইতিমধ্যে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন, শাহজাদপুরের বাগাবাড়ী প্রথম শ্রেনীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল। চলতি মৌসুমে এ জেলার এটিই সর্বনিম্ন তাপমাত্রা। অপরদিকে তাড়াশ কৃষি আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ জাহিদুল ইসলাম নিশ্চিত করে জানান।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চলতি মৌ এ অঞ্চলের এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও জানান জানুয়ারি মাসজুড়ে শীত অব্যাহত থাকতে পারে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আফসার আলী জানান, সিরাজগঞ্জ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামায়, গত সোমাবার দুপুরে জেলার ৩৮৮টি মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ১৯২টি মাদ্রাসায় পাঠদান কার্যক্রম মঙ্গলবার ও বুধবার বন্ধ ঘোষনা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস,এম আব্দুর রহমান জানান, সিরাজগঞ্জ জেলার ১৬৭১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।