মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি :
পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রম সহ নানা অনিয়ম থাকার কারনে মানিকগঞ্জ সদর উপজেলায় ৬ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩২ লক্ষ টাকা জরিমানা করেন জেলা পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টায় জেলা পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করেন। জরিমানা করা ভাটা গুলো হলো, আলী ব্রিক্স, আউটপাড়া, সদর- ৫ লক্ষ,এস এম এস ব্রিক্স, হিজলাইন, সদর- ৫ লক্ষ, এমিকা ব্রিক্স, লেমুবাড়ী, সদর- ৫ লক্ষ, একতা ব্রিক্স, হাসলী, লেমুবাড়ী, সদর- ৫ লক্ষ, এ এ সি, পূর্ব হাসলী, লেমুবাড়ী- ৬ লক্ষ, আলমনগর ব্রিক্স, সদর, লেমুবাড়ী- ৬ লক্ষ, ।সেই সাথে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রেখে আইন অনুযায়ী গ্রহনযোগ্য স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়।
মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন,সরকারি অনুমোদন ছাড়া ইট তৈরি ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপনসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪ টি অবৈধ ইটভাটার মালিককে কে ৫ লক্ষ ও ২ টি অবৈধ ইটের ভাটার মালিক কে ৬ লক্ষ টাকা করে মোট ৩২ লক্ষ টাকা জরিমানা করে সেটা আদায় করা হয়েছে।
এই মর্মে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।মানিকগঞ্জে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এ অভিযানে উপস্থিত ছিলেন ড: মো: ইউসুফ আলী উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ এ কে এম ছামিউল আলম কুরসি সিনিয়র কেমিস্ট, পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ মো: আব্দুর রাজ্জাক পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ মোহাম্মদ শামসুর রহমান পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট : কাজী তামজীদ আহমেদ, সিনিয়র সহকারী সচিব, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর।