বিশ্বজিৎ চক্রবর্তী গোপালপুর,টাঙ্গাইল প্রতিনিধি
বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে তুুলে ধরে মহা ধুমধামে টাঙ্গাইলের গোপালপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ।
গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সমবার (১৪ এপ্রিল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত,উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো: চান মিয়া,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, গোপালপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ প্রমূখ।
এছাড়া বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি কে.এম শামিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা,বৈরান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী,উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ সহ উপজেলার বিভিন্ন সম্প্রদায় ও শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ছিল বর্ণাঢ্য আয়োজনে র্যালি। বাংলার লোকজ লাঠি খেলা, লাঙ্গল জোয়াল মই মাথৈলসহ বাংলার কৃষক, বর-কনেসহ পালকি, ঘোড়ার গাড়ি সহ আরো অনেক আয়োজন। ছিল বিভিন্ন ধর্মের মেলবন্ধনের প্রতিকী উপস্থাপন। নানা সাজে সজ্জিত রেলীটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাস্ট্যান্ড মোড় ঘুরে আবার উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে বাংলাদেশী ইতিহাস ঐতিহ্য কে ধারণ করে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা শিল্পকলার আয়োজনে অনুষ্ঠানে ছিল বৈশাখের দেশের পল্লী লালনের গানসহ নাচ ও আবৃত্তি।
এছাড়া উপজেলা বিএনপি ও উপজেলা জাসাসের তত্ত্বাবধানে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপজেলার সকল সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন।
Leave a Reply