মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলা জুড়ে উদযাপিত হচ্ছে বর্ষবরণের আনন্দ।
সোমবার (১লা বৈশাখ) সকাল থেকে শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট মাঠে শুরু হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়েছে দিনের কর্মসূচি। তারপর বৈশাখী শোভাযাত্রা, বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন ।
দিনব্যাপী চলবে লোকজ মেলা, বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করছেন ।
এই আয়োজনে উপস্থিত রয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
জেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব সকল শ্রেণিপেশার মানুষের মাঝে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেবে বলে এমনটি আশা করা হচ্ছে।
Leave a Reply