খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫)১০ নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ সংক্রান্তে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম হাফিজ নাহিন, সাবেক ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা।
বিট পুলিশিং সভায় ১০ নং ঝাউগড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আপনাদের এই অঞ্চলে আসতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছে। এই সমাজকে যদি আপনারা ভালো করতে চান, আমরা আপনাদের পাশে আছি। যদি অন্যায্যভাবে কেউ আপনাদের সাথে অন্যায় করে, ভালো কাজ করতে গিয়ে কেউ যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কোন বিপদের সম্মুখীন করে বা সেরকম আশঙ্কার মধ্যে পড়েন তাহলে সকল আইনগত সহায়তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত সবসময়।
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় বলেন, মাদকের সাথে কোন Compromise নেই। মাদক ক্যান্সারের চেয়ে ডেঞ্জারাস। মাদক পরিবার, সমাজ, পরিবেশ এমনকি গোটা দেশকে ধ্বংস করে। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা যদি সহযোগিতা করেন এই সমাজে কারা মাদক সেবন করে, কারা মাদকের কারবারি সে সম্পর্কে আপনারাই ভালো জানেন। আপনারা আমাদের তথ্য দেন আমরা তার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা যদি সবাই মিলে একত্রে কাজ করি তাহলে সমাজ থেকে মাদক, বৈষম্য দূর করতে সক্ষম হব।
গ্রাম পুলিশ যারা আছে, তারা ঐ গ্রামের সন্তান তারা সব জানে যে, কে- কি অপরাধ করে। তারা যদি বলে আমরা কিছুই জানি না তাহলে বুঝতে হবে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।
তদ্রূপ, আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি বলেন আমরা তো জানিনা কে মাদক খায় তাহলে আপনি তা HIDE করছেন অথবা আপনি সংকিত যে তার নামটা বলতে গেলে আপনি তার দ্বারা অপমানিত হতে পারেন। যদি এরকম মনে হয়, প্রকাশ্যে বলার দরকার নেই। বিট অফিসার আছে তাদের নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে তথ্য দিবেন অথবা জেলা পুলিশ সুপারের নাম্বারে ম্যাসেজ করে তথ্য দিয়ে রাখেন।
আপনারা সচেতন, কিন্তু ততটুকু সচেতন না, যতটুকু সচেতন হলে এ্যাকশন নেয়া যায়। ৫ই আগস্টের পূর্বের পুলিশ আর ৫ই আগস্টের পর পুলিশের মধ্যে অনেক পার্থক্য। আপনারা সকল অপরাধকে সামাজিকভাবে বয়কট করুন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল কাদের, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়; মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, ঝাউগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি, ১০ নং ইউনিয়নের বিট পুলিশিং এর সভাপতি আবদুল আলীম, ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ।
Leave a Reply