ইমাম হাসান সোহান, সিনিয়র রিপোর্টার
“জাতীয় কবিতা পরিষদ” টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ১৩ এপ্রিল রবিবার বিকেলে গাজায় নির্বিচার গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে ।
টাঙ্গাইলের স্বনামধন্য কবি সাহিত্যিকদের অংশগ্রহনে প্রতিাবাদ সভা এবং স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি বুলবুল খান মাহবুব । জাতীয় কবিতা পরিষদ টাঙ্গাইল জেলার আহ্বায়ক কবি অনীক রহমান বুলবুল এর সভাপতিত্বে অলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন খন্দকার নাজিম উদ্দিন, হারুন অর রশীদ, কবি মাহমুদ কামাল এবং কবি জাকিয়া পারভিন ।
প্রতিবাদ সভায় আলোচকবৃন্দ গাজাবাসীর উপর ইজরায়েলের নির্মম গণহত্যাকান্ডের তীব্র নিন্দা জানান । মুসলিম বিশ্ব এক হয়ে এখনই এই গণহত্যা বন্ধ করতে চাপ প্রয়োগের বিকল্প কিছু নেই বলে জানান। জাতীয় কবিতা পরিষদ এর সদস্য সচিব আরমান আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি গাজায় নির্বিচার গণহত্যার প্রতিবাদে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি গোপাল কর্মকার, লোকমান হাকিম, বাসুদেব শীল,খন্দকার আবুল কাশেম, কুশল ভৌমিক, মোফাজ্জল হোসেন,ওমর ফারুক, কালাম খান আজাদ, নিলুফার ইয়াসমিন, সজীব আনোয়ার, কাফী মোল্লা, সঞ্চিতা বসাক, তাবাসসুম আরেফিন ছন্দা,সুব্রত দাস, ড. আলী রেজা, রেনু আক্তার, মোঃ নুরুল ইসলাম বাদল,মন্জুলা সাঈদ,রাশেদ রহমান, শামসুজ্জামান, শাহ্ আঃ রশিদ,আরিফ আহমেদ এবং ধনবাড়ীর কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান ।
Leave a Reply