ফিলিস্তিনের জনগণের পক্ষে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। শিগগিরই কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে ইসরায়েলের আগ্রাসী বর্বরতার বিরুদ্ধে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা জানান। ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ছাত্রদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা ইসরায়েলের সব পণ্য বর্জন করব, তার মানে এ না আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এখানে সরকারের ব্যর্থতা লক্ষণীয়। আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। তাদের উচিত ছিল, আগে থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। তাহলে বাংলাদেশকে আজকে এ বদনাম নিতে হতো না।
Leave a Reply