ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে যানবাহনে ভাঙচুর

50
admin
নভেম্বর ১, ২০২৩ ৬:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে যানবাহনে ভাঙচুর, সড়ক-মহাসড়কে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা ৷

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, “বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে যানবাহনে ভাঙচুর ও টায়ার পুড়িয়ে সড়কে প্রতিবন্ধকতার চেষ্টা হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই সেসব স্থানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে৷”

এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ এবং আড়াইহাজারে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা দুটি কাভার্ডভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। আজ বুধবার (১ নভেম্বর) সকালে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব তথ্যটি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আড়াইহাজারে বান্টিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করার সময় অবরোধকারীরা একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ও একটি অটোরিকশা ভাঙচুর করেন। ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ।

এছাড়া রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল লালমাটি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। তারা একটি ট্রাক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:জামায়াতের মিছিলে পুলিশের লাঠি চার্জ

একই সময় সোনরাগাঁ উপজেলার নয়াপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন দলের স্থানীয় নেতাকর্মীরা। পরে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।