ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপি ডাকা আধা বেলার হরতাল কর্মসূচি। বুধবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলখানা মোড়ের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সটকে পড়ে পিকেটাররা।
বিএনপির অভিযোগ, সরকার পতনের এক দফা দাবি ও মহাসমাবেশে পরিকল্পিত হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া এবং আহত হয় দুই শতাধিক নেতা-কর্মী।
আরও পড়ুন:জামায়াতের মিছিলে পুলিশের লাঠি চার্জ
হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আজ বুধবার সকাল ৬ টা হতে বেলা ২ পর্যন্ত অর্ধবেলা সর্বাত্মক হরতাল আহবান করে। বিএনপির পক্ষ থেকে কিশোরগঞ্জের হরতালে নেতা কর্মীকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সহ-দপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদ।