মোঃ আব্দুল্লাহ বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দপ্তর সেল থেকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে সিলেট জেলা যুবদলের পূর্নাঙ্গ কমিটিতে বিশ্বনাথ উপজেলার ৮ যুবদল নেতা স্থান পেয়েছেন।
তারা হলেন জেলা যুবদলের নতুন কমিটির যুগ্ম-সম্পাদক ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহ আমির উদ্দিন, ওয়াতিউর রহমান আতিক, সহ শ্রম বিষয়ক সম্পাদক কিনু মিয়া, সহ শিল্প বিষয়ক সম্পাদক লাকি মিয়া, সহ তত্ত্ব যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন সজিব, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ শিবলু ও জাহাঙ্গীর আলম।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা যুবদল থেকে স্থান পাওয়া কয়েকজনের সঙ্গে আলাপ হল তারা জেলা যুবদলের কমিটিতে নতুন স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।