মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা কবলিত নেত্রকোনার পূর্বধলায় বানবাসী মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী।
জেলার পূর্বধলা উপজেলার পানিবন্দি প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
জেলায় অবস্থানরত ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে পূর্বধলা উপজেলার ধলামূলগাও, জারিয়া ও ঘাগড়া ইউনিয়নের বন্যায় প্লাবিত পানিবন্দি পরিবারের মাঝে রান্না করা খাবারসহ চালডাল তেল বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দারের নেতৃত্বে সেনা সদস্যরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে বন্যার্তদের মাঝে খাদ্য এসব সামগ্রী বিতরণ করা হয়।
মেজর জিসানুল হায়দার জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত পুর্বধলার তিনটি ইউনিয়নের মোট এক হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘যে কোন পরিস্থিতিতে সেনাবাহিনী মানুষের পাশে ছিল আছে থাকবে।’ তিনি সকলকে বিপদে আতঙ্কিত না হয়ে তা মোকাবেলা করার আহবান জানান।