ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া

গ্ৰাম আদালত সক্রিয়করন প্রচার প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত

50
মনিরুল ইসলাম মনি খুলনা ব্যুরো প্রধান
নভেম্বর ২৬, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প ‘জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সোমবার (২৫ নভেম্বর, ২০২৪) বিকাল ৩ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, ঝিনাইদহ এর সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা তথ্য অফিসার, উপ পরিচালক-মহিলা বিষয়ক অধিদপ্তর, উপ পরিচালক-সমাজ সেবা অধিদপ্তর, সভাপতি জেলা প্রেসক্লাব, সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্ক এর প্রতিনিধি, রিপোর্টার-যমুনা টিভি, বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, ব্রাক, শিশু নিলয়, উই, ওয়েভ ফাউন্ডেশন এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়াকরণ (৩য় পর্যায়) প্রকল্প এর জেলা ম্যানেজার মোঃ রহিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারীগণ, প্রোগ্রাম এন্ড ফিন্যান্স এ্যাসিস্টেন্ট। উক্ত সভায় ঝিনাইদহ জেলার ৬৭টি ইউনিয়নের ফেব্রুয়ারী-নভেম্বর ২০২৪ মাসের গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তির তথ্য উপস্থাপন এবং পর্যালোচনা করা হয়।

উপ পরিচালক-রখীন্দ্র নাথ রায় বলেন, সরকারি এই সেবা অধিকতর মানুষের কাছে পৌছানোর জন্য উপস্থিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আউটরিচ কার্যক্রমের মধ্যে গ্রাম আদালত বিষয়ক আলোচনা করতে হবে। উপস্থিত সফল প্রতিষ্ঠান আউটরিচ কার্যক্রমের সাথে গ্রাম আদালতের প্রচার বাড়ানোর জন্য একটি পরিকল্পনা করেন। এই পরিকল্পনা অনুযায়ী সমন্বয় করে গ্রাম আদালতের সেবা সকলের কাছে পৌছে দিতে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।