ভারতীয় আগ্রাসন বন্ধ করতে সরকারের প্রতি কঠোর ভূমিকা নেয়ার দাবি জানিয়েছেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক।
সোমবার (১৬ই ডিসেম্বর) গাজীপুরের রাজবাড়ীতে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে গাজীপুর সদর প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।
সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক বলেন,ভারত আমাদের যেভাবে অর্থনৈতিক, ভূ-রাজনৈতিক, সামরিক,সাংস্কৃতিক ও সীমান্ত হত্যার মাধ্যমে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের আচরণ দেখে মনে হয় আমরা তাদের অধস্তন কোন প্রদেশ যা বাংলার মুক্তিকামী জনতা হতে দিবে না। তারা বাংলাদেশ সীমান্তে যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছি বিশ্ব ইতিহাসে তা নজিরবিহীন। আমাদের যে সরকারই ক্ষমতায় আসুক তাঁদের উচিত হবে ভারতীয় আগ্রাসন রুখে দেয়া।
মহান মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নিয়ে তিনি বলেন,মহান মুক্তিযুদ্ধে দেশ বিদেশে জনমত তৈরি ও বিশ্ব নেতাদের সমর্থন জোগাতে অনেক সাংবাদিক কাজ করেছে। অনেকে শহীদ হয়েছেন তবে পরিতাপের বিষয় বাংলাদেশের কোথাও শহীদ কোন সাংবাদিকের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি। আমরা চাই শহীদ সাংবাদিকের নামে যেকোন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক।
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে গাজীপুরের কেন্দ্রীয় স্মৃতি সৌধে আরো উপস্থিত ছিলেন,গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন,দৈনিক মুক্ত কাগজের সম্পাদক কলামিস্ট হাফিজুর রহমান,সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু,যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,এএম সিরাজুল ইসলাম,মোঃ নাইম,মামুন হোসেন ,মাহফুজুল আলম,ইমরান হক,আরিফুল ইসলাম,রীনা আক্তার,আল-আমিন রতন,ইয়াসমিন আক্তার,পারভীন আক্তার প্রমূখ।