জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ওবায়দুল্লা খন্দকার শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সানন্দবাড়ী সমিতি ঢাকা এর উদ্যোগে সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়ী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি বিদ্যালয়ে মোট পাঁচটি বাইসাইকেল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউ পি চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম মাস্টার, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. নাজিম উদ্দীন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মাস্টার, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, গুলশান হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুর রশিদ, সানন্দবাড়ী সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক খন্দকার রুহুল আমিন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি জামালপুর জেলা শাখা মোঃ আবু শামা ওয়ার্ডন্যান্স, সানন্দবাড়ী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এ কে হোসাইন,ইউ পি সদস্য রফিকুল ইসলাম ও বাবুল আকতার, সুমাইয়া খন্দকার তামান্না প্রমূখ। উল্লেখ্য, উপজেলার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট পাঁচজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।