কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টার দিকে
ঢাকা থেকে ছেরে আসা নাইট কোচ আহসান নামের বাসটিতে আগুন লেগে বাসের ছিটগুলো পুরে ছাই হয়ে যায়।
স্থানীয়রা ও বাসে কর্মরত তারা বলেন সকালে আহসান নাইট কোচ বাস ঢাকা থেকে যাত্রী ভূরুঙ্গামারীতে নামিয়ে দিয়ে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে সিমান্ত ক্লিনিকের পাশে বাসের সিটের খুটি ভাঙ্গা থাকায় মিস্ত্রি দিয়ে ঝালায়ের কাজ করার কিছুক্ষণ মধ্যেই হঠাৎ বাসের ভিতরের পিছনের দিকে ধোয়া দেখা যায়।তারপর কয়েক মিনিটের ভিতরে পুরো বাসে আগুন দাউ দাউ করে জ্বলে উটে।আগুনে সব গুলো সিট পুরে যায়।আগুন ধরলে তাত্ক্ষণিক ভাবে উপস্থিত লোকজন বাল্টি করে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি বলেন ওয়েললীং এর কাজ করেছে এসময় সিটে আগুনের ঝিলকানি সিটে পরে গিয়ে আগুন লেগেছে ধারনা করা হচ্ছে।
বাসটি আগুনে পুরে যাওয়ায় প্রায় ১০ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আনুমানিক ধারণা করা হচ্ছে এবং অনেক মালামাল উদ্ধার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার্স ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাসে ওয়েললিং এর কাজ ত্রুটি হওয়ার কারণে এই অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটেছে