আ,মান্নান তামিম,স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভোলা-৩ আসনের তিনবারের সংসদ সদস্য ও লালমোহন আ’লীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভোলা-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি। মনোনয়ন ফরম জমাদানকালে লালমোহন উপজেলা পারিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকালে শাওন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো পথ’ই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে রাজনীতি করি না। জাতির পিতার আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে (লালমোহন – তজুমদ্দিন) বাসীর ভাগ্যোন্নয়ন আরো ঘটাতে চাই। শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেন তবে তার সেই আস্থা রক্ষায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করবো না।
বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জাতির পিতার আদর্শ সমুন্নত রাখতে কাজ করবো। আমি লালমোহন-তজুমদ্দিনে মানুষের সেবায় সর্বদাই নিয়োজিত ছিলাম। আমার বিশ্বাস চতুর্থ বারের মতো সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে নির্বাচিত করবেন।