মোঃ রাসেল আকন আমতলী(বরগুনা):
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১ টায় শাখারিয়া চৌরাস্তা ও আমতলী চৌরাস্তা সলগ্ন বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আমতলী উপজেলা ও বরগুনা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু বলেন, বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বরগুনা – ১ আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়ার মতিয়ার রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে দেশের উন্নয়ন সাধিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তা কোনোদিনও সম্ভব হতো না। আর তাই বাংলাদেশে এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে।
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহŸান জানান তিনি। বরগুনা-১ আসনে ৭ম বারের মত আওয়ামীলীগের মনোয়নয়ন পাওয়ায় এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজার নেতাকর্মী ও সাধারন জনগন অংশ গ্রহন করেন। আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক মো. আব্বাস হোসেন মন্টু মোল্লা, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: এম এ কাদের মিয়া তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি উল কবির জোমাদ্ধার, আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিএম ওসমানী হাসান, সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নাননু, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা , সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সামসুদ্দিন সানু,গাজী সামসুল হক, , যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, যুগ্ম সাধারন সম্পাদক মো. হারুন অর রশিদ , সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন মালাকার, দপ্তর সম্পাদক মো. জব্বার ঘরামী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর ওপৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক জি এম মুসা ইউপি চেয়ারম্যান গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি, এ্যাডভোকেট আরিফুল হাসান আরিফ, আব্দুস ছোবাহান লিটন, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আব্দুনস সোবাহান লিটন, উপজেলা যুবলীগ নেতা মো. মাহবুবুর রহমান , সাইফুল ইসলাম বাদল প্যাদা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা , সাধারন সম্পাদক মো. অলিউল্লাহ অলিসহসকল অংঙ্গসংগঠনের নেতাকমীরা সভায় উপস্থিত ছিলেন। এর আগে মনোনয়নের খবর ছড়িয়ে পরলে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানের নির্দেশে আমতলী শহরে সোমবার রাতে আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার নেতৃত্বে শহরে এক আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি শহরের সকল সড়ক প্রদক্ষিণ করে আবদুলাহ মার্কেটে এক সভা করে। এবং মিষ্টি বিতরন করে। আমতলী উপজেলা আওয়মীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: এম এ কাদের মিয়া বলেন, এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি ৭ম বারের মত আওয়ামীলীগের মনোয়নয়ন পাওয়ায় আমতলীবাসী আনন্দে ভাসছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করবো।