ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর সদর-৫ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, আবুল কালাম আজাদ সহ বৈধ-৮

50
admin
ডিসেম্বর ৫, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ খোরশেদ আলম ময়মনসিংহ ব্যুরো প্রধান

১৪২, জামালপুর সদর- ৫ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সহ ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা ও ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

৪ ডিসেম্বর সোমবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এমপি প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শফিউর রহমান প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র থেকে জেলা আওয়ামী লীগের সদস্য, এফবিসিসিআই পরিচালক রেজাউল করিম রেজনু সিআইপি, জাতীয় পার্টির (জাপা) এর জাকির হোসেন খান, জাতীয় পার্টি (জেপি) এর বাবর আলী খান, বাংলাদেশ কংগ্রেস থেকে আবু সায়মে মোহাম্মদ সাদাত উল করিম, জাকের পার্টির সৈয়দ মনিরুল হক নোবেল, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোঃ সাবিরুজ্জামান।

আরও পড়ুন:মাদারীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তাহমিনাকে তলব করেছে আদালত

এদিকে বাতিলকৃত প্রার্থীরা হলেন- ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, জাকির হোসেন ও মোঃ আব্দুল করিম সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অন্যজনকে মনোনয়ন দেওয়ায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, বাংলাদেশ কংগ্রেস থেকে অন্যজনকে মনোনয়ন দেওয়ায় মো: আব্দুল করিম সরকার ও স্বতন্ত্র থেকে ১% ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের গড়মিল থাকায় মো: জাকির হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।