মোঃ জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি ) বরগুনা জেলা পেশাজীবি সংগঠন হিসেবে ১৭ সদস্য বিশিষ্ট জেলা নির্বাহী কমিটি গঠন করতে বদ্ধ পরিকর।
এমন ধারাবাহিকতা ৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে সদস্য প্রকৌশলীদের অংশগ্রহণমুলক ২০২৩-২০২৫ টার্মের ভোট নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মনোনীত ১৭ সদস্যের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৪ জন,বাকী ৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পদ তিনটি হলো সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
আরও পড়ুন:বরগুনা জেলা আইডিইবি সংগঠনে জেলা নির্বাহী কমিটির ভোটের প্রার্থী: প্রকৌ.মোঃ রুহুল আমিন
উক্ত নির্বাচনের ফলাফল ৪ ডিসেম্বর বিকেল ৫টা প্রকাশ করা হয়, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন প্রকৌশলী মোঃ মাইন উদ্দিন আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন প্রকৌশলী মোঃ রুহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন প্রকৌশলী রাজু আহম্মেদ। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১০ জন এবং উপস্থিত ভোটার সংখ্যা ৭৯ জন। নষ্ট ভোট সংখ্যা হলো সাধারণ সম্পাদক ৩ টি, যুগ্ম সাধারণ সম্পাদক ১টি, সাংগঠনিক সম্পাদক ১টি।