মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী পেঁয়াজের দামে লাগাম টানতে ফুলবাড়ী উপজেলা কাঁচাবাজারে কঠোর অভিযান পরিচালনা করেন।
শনিবার ( ৯ ডিসেম্বর) দুপুর ২ টার সময় ফুলবাড়ীর শহরের কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করে ৩ জন ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা আরো করেন। পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা আরোপের পরই বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
হু হু করে বাড়ানো হচ্ছে এই কৃষিপণ্যটির দাম। এ অবস্থায় বাজারে ফুলবাড়ী প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজের দামে লাগাম টানতে কঠোর অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।