মোকাররম হোসেন পিয়াস, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনী -৩ ( দাগনভূঞা -সোনাগাজী) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লে: জেনারেল( অব:) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে যৌথ সভা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় মনপুরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।এ সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
এতে বক্তব্য রাখেন, জাতীয় পাটি মনোনীত ওই আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী লে: জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন প্রমূখ ।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ যৌথ সভায় প্রধান অতিথি ও ফেনী-২ (সদর) আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি সহ বক্তারা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কোন মার্কার দিকে না তাকিয়ে শুধুমাত্র বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে পুনঃ প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকল ভেদাভেদ ভুলে মাসুদ চৌধুরীর লাঙ্গল প্রতীককে জিতিয়ে আনতে কাজ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক সহ স্থানীয় ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং দলীয় অঙ্গ/সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ
প্রসঙ্গত, এ আসনটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে আবুল বাশারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তী দলীয় সভানেত্রীর নির্দেশে লাঙ্গলের প্রার্থী মাসুদ চৌধুরীর সমর্থনে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করা হয়। এছাড়াও এ আসনটি থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক এমপি রহিম উল্যাহ,এ কে আজাদ, জাতীয় পাটির সাবেক নেতা রিন্টু আনোয়ার স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছে।