এম সাইদুর রহমান,ক্রাইম রিপোর্টার:
নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল বিকাল ৫টার দিকে তৌহিদী জনতার উদ্যোগে উপজেলার কাছিপাড়া চৌমুহনী বাজার থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ সোয়াইব আকন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাউফল উপজেলা,মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি ইসলামী যুব আন্দোলন কাছিপাড়া ইউনিয়ন শাখা,মোঃ ইমরান হোসেন ইসলামী ছাত্র আন্দোলন কাছিপাড়া,হাফেজ ইমাম হোসেন সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন কাছিপাড়া ইউনিয়ন শাখা,মোহাম্মদ তানভীর হোসেন সদস্য ইসলামী ছাত্র আন্দোলন কাছিপাড়া শাখা,হাফেজ মাওলানা আবুবকর ইমাম,হাফেজ মাওলানা রবিউল ইসলাম ইমাম ও খতিব দীঘিরপার জামে মসজিদ,হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ইমাম ও খতিব তালুকদার বাড়ী জামে মসজিদ প্রমূখ। এ সময় বিক্ষোভকারী আমেরিকা ও ইজরাইলের তাদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন।
Leave a Reply