ওসমান গনি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ,তেল,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে মুন্সীগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।
মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেটে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম স্বপনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য গোলজার হোসেন,শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ মাহমুদসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।