মোঃ রিপন শেখ
ভাংগা ফরিদপুর প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করার ও হাইওয়ে এক্সপ্রেস নির্মাণ করার আমরা ভাঙ্গাভাষী ও দক্ষিণবঙ্গের ২১টি জেলা মানুষ খুবই আনন্দিত আমার অএ এলাকার মানুষের ভাগ্যের ও ব্যাপক পরিবর্তন হয়েছে।
পবিত্র মাহে রমজান মাস ও ঈদ-উল ফিতরকে সামনে রেখে যেকোনো দূর্যোগ, সংকট মোকাবেলা কিংবা উতসবের আমেজে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা থাকেন সম্মুখভাগে। ভাঙ্গা থানার অফিসার ও ফোর্সরা সহ জনগণের চলাচলকে নির্বিঘ্ন করতে ইফতার সারছেন ভাঙ্গা গোলচত্ত্বর হাইওয়ে এক্সপ্রেসে রাস্তার উপর।তারা নিজেদের পেশাদারিত্ব এবং দায়িত্ব পালনে এক বিন্দু ও কিন্তু ছাড় নেই। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার এসআই/ গোলাম কিবরিয়া বলেন, সবাই যখন রোজার মাসে কর্ম ব্যস্ত থাকে আমরা তখন তাদের নিরাপত্তার দায়িত্ব কাধে তুলে নেই।
এসআই/( নিঃ)মনিরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় জনগণের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেই।
ভাঙ্গা গোলচত্ত্বর ডিউটিতে নিয়োজিত এস আই/(নিঃ) আব্দুল হক খলিফা বলেন, এটাই বাংলাদেশ পুলিশের সৌন্দর্য যে, আমরা সব সময় হাসি মুখে পুলিশের ডিউটি করতে পারি কেবল জনগণের কথা ভেবে। আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনায় আমরা সাধারণ জনগণের নিরাপত্তার জন্য একটু ছাড় দেই না। তিনি আরো বলেন, ভাঙ্গা থানা পুলিশের দিন রাত্রি ডিউটিতে নিয়োজিত থাকার ফলে এই এলাকার উপর দিয়ে বাংলাদেশের ২১ টি জেলার বিভিন্ন ধরনের দূরপাল্লা বাস পরিবহন নিরাপদে মানুষ ঘরে ফিতে পারে এই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনী বিপত্তি ছাড়াই মহাসড়কে কাজ করে যাচ্ছে।ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনী ভাঙ্গা থানা