নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না-হতেই উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে।
স্ব স্ব নির্বাচনী এলাকায় ফেসটুন ব্যানারের মাধ্যমে প্রার্থীরা জানান দিচ্ছে তাদের প্রার্থীতার কথা। ইতিমধ্যে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার।
তারই ধারাবাহিকতায় কামারখন্দেও উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইছে। সিরাজগঞ্জের অন্যতম এ উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে গঠিত, ভদ্রঘাট, ঝাঐল, রায়দৌলতপুর ও কামারখন্দ।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী, উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা গ্রামের কৃতি সন্তান, সিরাজগঞ্জের অন্যতম শিল্প-প্রতিষ্ঠান মতিন কটন মিলসের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি মরহুম এমএ মতিন সাহেবের ছোট ভাই, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইউসুফ আলী।
ইতিমধ্যে তিনি তার নির্বাচনী এলাকায়, উঠান বৈঠক গন-সংযোগ ও লিফলেট বিতরণের মধ্যদিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। গ্রামগঞ্জ ও হাট বাজারে সকল ভোটারের ধারে ধারে গিয়ে দোয়া এবং ভোট প্রার্থনা করছেন।
তিনি বলেন কামারখন্দ উপজেলার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে, স্থানীয় এমপি ড. জান্নাত আরা হেনরীর সাথে একত্ববদ্ধ হয়ে এই উপজেলার অসমাপ্ত রাস্তা-ঘাট ব্রিজ কালভার্ট থেকে শুরু করে, সকল উন্নয়নের অংশীদার হিসাবে, জনগনের পাশে থেকে কামারখন্দ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।